আসসালামু আলাইকুম,
দিনাজপুর জেলার ব্যবসায়ী ও শিল্পপতিদের সর্বোচ্চ প্রতিষ্ঠান দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মুখপাত্র হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। আমার নের্তৃত্বে একুশ সদষ্য বিশিষ্ট পরিচালনা পরিষদ বিগত দিনে ঐক্যবদ্ধভাবে ব্যবসাবায়ীদের স্বার্থে কাজ করেছে। আগামী দিনেও বর্তমান পরিষদ জেলার ব্যবসাবায়ীদের স্বার্থে এবং জেলার অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি । বিগত বছরের ন্যয় আগামীতেও আপনাদের আন্তরিক ও সার্বিক সহযোহিতা কামনা করছি।
আমার সহকার্মী , পরিচালনা পরিষদের সহ-সভাপতিদ্বয়, পরিচালনা পরিষদের পরিচালকবৃন্দ, চেম্বারের সিনিয়র সচিব ওকর্মকর্তা-কর্মচারীবৃন্দ চেম্বার পরিচালনায় যে ভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। অাগামীতেও তাদের সহযোগিতা চেম্বার পরিচালনায় সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির ওয়েব সাইট পরিদর্শজন করার জন্য ধন্যবাদ।